১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

আশ্রমেই তরুণীকে ধর্ষণ করলেন ‘সাধু বাবা’

আন্তর্জাতিক ডেস্ক:

সাধু বাবার বিরুদ্ধে আশ্রমেরই এক তরুণীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। পরে তাকে বনগাঁ থানার পুলিশ কলকাতার বৃন্দাবনের ওই আশ্রম থেকে গ্রেপ্তার করেছে। গুরমিত রাম রহিমের কুকীর্তি নিয়ে তোলপাড়ের মধ্যেই এ ঘটনা ঘটল। এতে আরেকবার প্রমাণ হলো, ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে বহু জায়গায় এমন অনেক কিছুই ঘটছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বনগাঁর ওই তরুণী মায়ের সঙ্গে থাকতেন। বাবা সংসার ছেড়ে চলে যাওয়ার পর মা ২৮ বছরের মেয়েকে বৃন্দাবনের ওই আশ্রমে রেখে আসার কথা ভাবেন। ওই আশ্রমে তরুণী যান এক বছর আগে।

অভিযোগ, আশ্রমের সাধু বাবা গোবিন্দ মোহান্ত তরুণীকে ধর্ষণ করেন। মুখ-হাত বেঁধেও তার উপরে যৌন নির্যাতন চালানো হয়েছিল। এরপর তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। জানাজানির ভয়ে গোবিন্দ মেয়েটিকে অন্য এক মহিলা মারফত বনগাঁ স্টেশনে রেখে যায়। তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ওই সাধুর বিরুদ্ধে মামলা করে। বৃহস্পতিবার বনগাঁ থানার তদন্তকারী দল মথুরা থেকে সাধু বাবাকে গ্রেপ্তার করে। গোবিন্দর বাড়ি বর্ধমানের ভাতারে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোবিন্দ ধর্ষণের কথা স্বীকার করেছেন। মেয়েটিকে সে দু’বার ধর্ষণ করেছে বলে জানিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১০:৪৩ পূর্বাহ্ণ