১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

ট্রাম্প ও কিম একে অপরকে ‘উম্মাদ’ বললেন

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের সাধারণ পরিষদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ভাষণের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কিম জং উন। পরমাণু কর্মসূচি পরিহার না করলে উত্তর কোরিয়াকে ধ্বংসের হুমকি দিলে তার জবাবে কিম ট্রাম্পকে ‘উম্মাদ’ বলেছেন। সেই সাথে ট্রাম্পকে তিনি ‘মানসিক বিকারগ্রস্ত’ বলেও উল্লেখ করেন। বিবিসির খবর।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেন, ‘উন্মাদ’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই তিনি বুঝেছেন যে, পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ না করে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে ধ্বংসের জন্য যে হুমকি দিয়েছেন, এর জন্য চরম মূল্য দিতে হবে।

এদিকে কিমের বিবৃতির প্রতিবাদে ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন,”কিম জং উন আসলেই একজন উন্মাদ ব্যক্তি, যে নিজের দেশের মানুষকে হত্যা করা বা তারা না খেয়ে মরছে সেটিকে মোটেই পরোয়া করে না। তিনি তার এসব কর্মের প্রতিফল ভোগ করবে, যা আগে কখনো দেখেননি। এর আগে জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, নিজেদের অথবা মিত্রদের প্রতিরক্ষায় উত্তর কোরিয়াকে ধ্বংস করা হবে।’

উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বিদ্রুপ করে ‘রকেটম্যান’ ডেকে ট্রাম্প বলেন,’রকেটম্যান আত্মঘাতী অভিযানে নেমেছেন। এ থেকে সরে না আসলে তাকে সম্পূর্ণ ধ্বংস করা ছাড়া আমাদের কোন উপায় থাকবে না। জাতিসংঘের নিষেধাজ্ঞার সত্ত্বেও উত্তর কোরিয়া পারমাণবিক বোমা ও মিসাইল পরীক্ষা চালালে সাম্প্রতিক সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে দেশটির বিরুদ্ধে এ কঠোর মনোভাব দেখান।

এ দিকে এ দুই নেতার উত্তপ্ত বাকযুদ্ধের প্রতিক্রিয়ায় চীন ও রাশিয়া নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। তারা এ দুই নেতাকে সংযমী আচরণের কথা বলেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৭ ১০:২৯ পূর্বাহ্ণ