আন্তর্জাতিক ডেস্ক:
কৃষ্ণসাগরে শরণার্থী ও অভিবাসীদের একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ৯ জনের বেশি। শুক্রবার তুরস্ক উপকূলে এ ঘটনা ঘটে। তুর্কি কোস্টগার্ড জানিয়েছে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, একটি মাছ ধরার নৌকায় করে তারা রোমানিয়া বা ইউরোপের অন্যকোনো দেশে যাওয়ার চেষ্টা করছিল। তুরস্কের সরকারি গণমাধ্যম আনাদলুর খবরে বলা হয়েছে, একজন গর্ভবতী মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও তার বাচ্চা নষ্ট হয়ে গেছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল থেকে ১৩০ কিলোমিটার দূরের কেফেন জেলার কান্দিরা শহরে দায়িত্বরত কর্মকর্তা মেহমেত ইউনাল বলেন, নৌকাটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিল বলে মনে করা হচ্ছে, যাদের বেশিরভাগই ইরাকি। খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে গেছে বলে মনে করা হচ্ছে। কারণ শুক্রবার রাতে তুরস্কের পশ্চিমাঞ্চল ও কৃষ্ণসাগরে ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি