২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

সুনামগঞ্জে এ্যাজমা ও হাঁপানি রোগের চিকিৎসায় বিএমএ’র সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

এ্যাজমা ও হাঁপানি রোগের হালনগাদ চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে সুনামগঞ্জে জেলা বিএমে’র বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় শহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যার-এর সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারটি পরিচালনা করেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মফিজুল ইসলাম, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. গৌতম রায়, সিনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. বিশ্বজিৎ গোলদার, সেডিসিন বিশেষজ্ঞ ডা. গৌতম তালুকদার, সিনিয়র কনসালটেন্ট অর্থপেডিক ডা. রাফি আহমদ, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. আবুল কালাম প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ