বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
ছোটবেলার কিছু জিনিস যা মানুষ কোনদিন ভুলতে পারে না। ঠিক তেমন টেকনোলজির ক্ষেত্রেও। বাজারে যতই নিত্য নতুন জিনিস আসুক না কেন পুরনো কিছু ইলেক্ট্রনিক ডিভাইস দেখলেই সেই পুরনো নস্ট্যালজিয়া স্মৃতি মাথা চারা দিয়ে ওঠে। এমনি কিছু ডিভাইসের কথা আপনাদের সামনে তুলে ধরবো যা আপনাকে স্মৃতিকাতর হতে বাধ্য করবে। মনে করিয়ে দেবে পুরোনো দিনের কথা। ফিরিয়ে নিয়ে যাবে প্রযুক্তিপণ্যগুলোর সঙ্গে কাটানো স্বর্ণালি দিনগুলোতে।
প্রথমেই বলতে হবে সনি ওয়াকম্যানের কথা (১৯৭৯)
ডিজিটাল গান শোনার আইপডের আগের যুগে বেশ জনপ্রিয় ছিল সনি ওয়াকম্যান। হাতে হাতে আইপড যেমন এখন শোভা পায়, তেমনি এককালে সনি ওয়াকম্যানও মানুষের হাতে হাতে শোভা পেত। এতে ক্যাসেট থেকে গান শোনা যেত।
নিনটেন্ডো গেম বয় (১৯৮৯)
গেম খেলার এই যন্ত্র ছিল বহনযোগ্য। হাতে নিয়েই ঘোরা যেত। তুমুল জনপ্রিয়তা পেয়েছিল এটি। বাচ্চা থেকে বুড়ো সকলে এতে গেম খেলতে পছন্দ করতেন।
মাইক্রোসফট এনকার্টা (১৯৯৩)
উইকিপিডিয়ার আগেও একটি ইন্টারনেটভিত্তিক বিশ্বকোষ ছিল, সেটাই মাইক্রোসফট এনকার্টা।
তামাগোচি (১৯৯৬)
ডিম্বাকৃতির ভার্চ্যুয়াল পোষা প্রাণী লালনপালনের যন্ত্র এটি।
নোকিয়া ৩৩১০ (২০০০)
নোকিয়ার যে কয়টি ফোন সবচেয়ে বেশি বিক্রি হয়, সেগুলোর মধ্যে এই ফোনটি শীর্ষে ছিল। বেশির মানুষের হাতে হাতে ঘোরাফেরা করত এই ফোন।