নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ ভর্তি পরীক্ষা।
এ বছর ২ হাজার ৩৬৩টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩২ হাজার ৭৪৯ জন।
মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ।
বরাবরের মতো আজও পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করছে। বিশ্ববিদ্যালয়ের বইরের কেন্দ্রগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ।
গত শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে দেখা যায় ৮৭ দশমিক ২৫ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তার আগের বছর একেই ইউনিটে ৫ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।