২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৭

পুরান ঢাকায় একই পরিবারের ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক:

পুরান ঢাকার শ্যামপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন তিনজন শিশুসহ একই পরিবারের পাঁচজন। এ পাঁচজন হলেন মুদি ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের ৩ সন্তান এ্যানি (৫ বছর), হাবিবা (৩ বছর ৬ মাস) ও জুবায়ের (২ বছর)।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শ্যামপুরে লাল মসজিদ সংলগ্ন ৩ নম্বর রোডের পঞ্চম তলা একটি বাড়ির নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত ওই পাঁচজন দগ্ধ হন। পাঁচজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এনায়েতের ভাতিজা ওয়াসিম জানান, রাত আনুমানিক ৩টার দিকে তার চাচার রুমে আগুন ধরে যায়। এতে পাঁচজনই দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, দগ্ধদের সবার আশঙ্কাজনক। সবার সারা শরীর ঝলসে গেছে। পাঁচজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৭ ৯:৪১ পূর্বাহ্ণ