১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

লালপুরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় সরকারি ভাবে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা মোড়ে ওএমএস ডিলার শরিফুল ইসলাম এর দোকানে আনুষ্ঠানিকভাবে চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির । এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মুহম্মাদ উমিরুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস প্রমুখ।
উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, এ বছর উপজেলার ৩জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৩ টন করে চাল ৩০টাকা কেজি দরে বিক্রি করা হবে। একজন ক্রেতা ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৯:২৮ অপরাহ্ণ