১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

নওগাঁয় পুলিশের এএসআইয়ের আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে পুলিশের এএসআই রহমত আলী (৩৮) আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ির পাশে একটি আম গাছের সাথে গলায় দিয়ে আত্মহত্যা করে। রহমত আলী উপজেলার তারানগর গ্রামের আলহাজ্ব গয়ের আলীর ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, রহমত আলী খুলনা ডিএমপি পুলিশে চাকুরী করতেন। ঈদের ১৫দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে আসছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে সবার অজান্তে বাড়ির পাশে নদীর ধারে একটি আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। স্থানীয়রা বুধবার সকালে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে কেন সে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৯:২৫ অপরাহ্ণ