২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

রোহিঙ্গাদের জন্য একদিনের বেতন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তা করতে একদিনের বেতনের টাকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ হাসপাতালগুলো, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারিরা তাদের একদিনের বেতনের টাকা রোহিঙ্গাদের দেবেন।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের স্বাস্থ্য সেবা নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সকল কর্মকর্তা-কর্মচারি একদিনের বেতনের টাকা রোহিঙ্গাদের দেবেন।’

তিনি আরো বলেন,শেখ হাসিনার মানবিক ও বলিষ্ঠ অবস্থানের কারণে মিয়ানমারের চার লাখ নাগরিকের গুরু দায়িত্ব বহনে বাংলাদেশ যে বোধের পরিচয় দিয়েছে তাতে সারা বিশ্ব আপ্লুত। ১৬ কোটি মানুষের বিশাল জনসংখ্যার ভূখণ্ডে রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দেওয়ায় সারা বিশ্ব বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে।’

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৯:০৮ অপরাহ্ণ