১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৩

নরসিংদীতে কীটনাশক খেয়ে ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে কীটনাশক খেয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। করিমপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য মো. সাহাব মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নৌকার মাঝি আয়েত আলীর দুই শিশু তাওহিদ ও জিহাদ বৃহস্পতিবার সকাল ৮টায় ঘরে রাখা দানাদার জাতীয় কীটনাশককে বিদেশি চকলেট মনে করে খেয়ে ফেলে। এক পর্যায়ে তাদের প্রতিবেশীরা এসে পাশের বাড়িতে কাজে থাকা শিশুদের মাকে জানালে তিনি ছুটে আসেন।
পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৭ ৮:৩৭ অপরাহ্ণ