নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সক্রিয় প্রবীণ রাজনীতিকরা। এ লক্ষ্যে তারা দেশের পাঁচটি শহরে সমাবেশ কর্মসূচি দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে ড. কামাল হোসেন, অধ্যাপক ডা. বদরুদ্দোজ্জা চৌধুরী ও বঙ্গবীর কাদের সিদ্দিকী যৌথভাবে এ ঘোষণা দেন।
সমাবেশের সমাপনী বক্তব্যে বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা সঙ্কচ নিয়ে আমরা দেশের সব রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা করব। এরপর একটি কমিটি গঠন করব।’
তিনি বলেন, ‘আমরা দেশের ৫টি বড় শহরে সমাবেশ করতে চাই। সর্বশেষ সমাবেশ করব চট্টগ্রামে। সেখানে আমরা ১০ লাখ লোকের সমাবেশ করতে চাই।’
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট অন্তত ৩০টি পুলিশ চৌকি ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা’র যোদ্ধারা প্রবেশের চেষ্টা করে।
এরপর থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইনে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানের নামে নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও ঘর জ্বালিয়ে দিচ্ছে।
ইতোমধ্যে ৫ হাজারের অধিক রোহিঙ্গাকে হত্যার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। যদিও মিয়ানমার সরকার নিহতের এই সংখ্যা ৪০০ বলে দাবি করেছে! আর নির্যাতনের মুখে ৪ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত গণহত্যা’ চালানো হচ্ছে উল্লেখ করে রাখাইনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।কিন্তু, মিয়ানমার সরকার এসব নাকচ করে রাখাইনের মুসলিম বিতাড়নের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর