নিজস্ব প্রতিবেদক :
বিএনপির রাষ্ট্র পরিচালনায় দেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০৩০ কে যারা অন্তঃসারশূন্য বলে সমালোচনা করছেন, তারা নিজেরাই অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’কে ‘ঐতিহাসিক রাজনৈতিক দলিল’ অভিহিত করে এর মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ। এটি দেশের রাজনীতিতে একটি মাইলফলক। এই ভিশনটা দেয়া হয়েছে যাতে আন্দোলন জোরদার হয়
বিএনপির এই নেতা বলেন, আমরা দেখেছি প্রধানমন্ত্রী একক ক্ষমতা কর্তৃত্ববাদের জন্ম দিয়েছে। এটা আমাদের অভিজ্ঞতা। শুধু এই সরকারের সময়ে নয়, আমাদের সময়েও, এই সরকার একটু বেশি করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ‘ভিশন ২০৩০’ দেওয়ার পর মানুষের আলাপ-আলোচনায় যা বুঝেছি, তাতে মনে হয়েছে-আওয়ামী লীগের কাঁপুনি ধরেছে।
N/A