২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৩

এসএসসির ফল পুনঃমূল্যায়নে ৩০ হাজার আবেদন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে উত্তরপত্র পুন:মূল্যায়নের জন্য ৩০ হাজারেরও অধিক পরীক্ষার্থী আবেদন করেছে। সর্বাধিক আবেদন পড়েছে গণিত ও ইংরেজি বিষয়ে।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহিদুল ইসলাম। বোর্ড সূত্রে জানা যায়, এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০টি শিক্ষা বোর্ডের গড় পাসের হারের দিক দিকে কুমিল্লা বোর্ডের স্থান ছিল সর্বনিম্ন। এ বিপর্যয়ে বোর্ড কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে চরম সমালোচনার ঝড় উঠে।

এর মধ্যে গণিতে আবেদন করেছে ৭ হাজার ৬৭ এবং ইংরেজি বিষয়ে আবেদন করেছে ৪ হাজার ৪৫৯ জন। এই দুটি বিষয়ে ফেল করেছিল ৬০ হাজার ২৯৫ জন।

গত ৫ মে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে এসব আবেদন করেছিল। পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ৩০ মে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহিদুল ইসলাম জানান, কেউ কেউ ১ নম্বরের জন্য ফেল করায় বোর্ড কর্তৃপক্ষের সমালোচনা করছে, কিন্তু এ বিষয়টি সবার জানা দরকার প্রতিটি উত্তরপত্র ও ব্যবহারিকে আলাদাভাবে পাস করতে হয়, তাই কেউ ১ নম্বরের জন্য ফেল করলে কিংবা জিপিএ-৫ না পেলে এতে পরীক্ষকদের ১ নম্বর অনুকম্পা নম্বর দেয়ার কোন সুযোগ নেই।

N/R

প্রকাশ :মে ১৩, ২০১৭ ৮:৫৩ অপরাহ্ণ