১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

বিএনপিকে রাস্তায় নামার তাগিদ মাহমুদুর রহমান মান্নার

নিজস্ব প্রতিবেদক:

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন:নির্বাচন সহায়ক সরকার:সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক ফোরাম নামে বিএনপিপন্থি একটি সংগঠন।

আলোচনায় নাগরিক ঐক্যের নেতা  মাহমুদুর রহমান মান্না বিএনপিকে নরম সুরে কথা না বলে শক্ত অবস্থান নেয়ার ও রাস্তায় নামার তাগিদ দিয়েছেন।

ছাত্রজীবনে বামপন্থি নেতা মান্না পরে আওয়ামী লীগে যোগ দিয়ে দলের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংস্কারের কথা বলে দলীয় সভাপতি শেখ হাসিনাকে নিয়ে নানা সমালোচনামূলক কথা বলে সমালোচিত হন মান্না। পরে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। আর নির্বাচনের পর আওয়ামী লীগ ছেড়ে গঠন করেন নাগরিক ঐক্য।

একাধিক মামলায় ২১ মাস জেল খাটার পর ২০১৬ সালের শেষ দিকে মুক্তি পান মান্না। মুক্তি পাওয়ার পরও বিএনপিপন্থি বিভিন্ন সংগঠনের আলোচনায় প্রায়ই অংশ নিচ্ছেন তিনি।

নাগরিক কমিটির আলোচনায় বিএনপিকে রাজপথে কঠোর কর্মসূচি দেয়ার আহ্বান জানান মান্না। তিনি বলেন, ‘বিএনপিকে সত্য কথা বলতে হবে। পুতু পুতু করে কোনো কাজ হবে না। এসব সেমিনার দিয়ে সিদ্ধান্ত হবে না। নিজের শক্তি খুঁজে বের করতে হবে। আমি চাই বিএনপি রাস্তায় নামুক।’

মান্না বলেন, ‘সিদ্ধান্ত বিএনপিকে নিতে হবে। বেশিরভাগ ভূমিকা বিএনপির লাগবে। নির্বাচন সহায়ক সরকার বলেন আর যাই বলেন রুপরেখা আপনাদেরকে (বিএনপি) দিতে হবে। লড়াইয়েও থাকতে হবে আবার সমঝোতার কথা বলতে হবে।‘

মান্না বলেন, ‘এখন কি আপনারা আন্দোলন করবেন নাকি সমঝোতা করবেন সেটাও আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সহায়ক সরকারের কথা বলেন-তাহলে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীকে বাদ দিতে পারবেন না। তাই আন্দোলন এবং সমঝোতা দুটো নিয়েই ভাবতে হবে।

এম/এম

প্রকাশ :মে ১৩, ২০১৭ ৮:৪২ অপরাহ্ণ