১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৭

নওগাঁয় কোয়েল পাখি পালন প্রশিক্ষণ শুরু

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার ভবানীপুর গ্রামে মৌসুমী ইউপিপি উজ্জীবিত প্রকল্পের সহযোগিতায় দুই দিনব্যাপী কোয়েল পাখি পালন প্রশিক্ষণ শুরু হয়েছে।

গতকাল বুধবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উজ্জীবিত প্রকল্পের সমন্বয়কারী আব্দুর রউফ পাভেল। প্রক্ষিণে প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার রুস্তম আলী ও মনিরুল হাসান। সংশ্লিষ্টরা জানান, সামাজিক ও অর্থনৈতিক ভাবে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে প্রশিক্ষণ পরবর্তী প্রত্যেককে ১০টি করে বিনা মূল্যে কোয়েল পাখি প্রদান করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৯:২৭ অপরাহ্ণ