১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

কালকিনিতে ব্র্যাকের উদ্যোগে নির্যাতিতা নারীকে ২০হাজার টাকা সহায়তা প্রদান

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান এলাকার অনিতা মন্ডল নামের এক অসহায় নির্যাতিতা নারীকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এনজিও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে ২০হাজার টাকা পুর্নবাসন সহায়তা প্রদান করা হয়েছে। আজ(বুধবার) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে তাকে উক্ত সহায়তার অর্থ প্রদান করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, ব্র্যাক মাদারীপুর জেলা প্রতিনিধি ফজলুল হক, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ব্র্যাক জেলা ব্যবস্থাপক(সিইপি) কামরুল ইসলাম ও ইউপি সদস্য কৃষ্ণ কান্তি শিকারী সহ স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তার অর্থ হাতে পেয়ে অনিতা মন্ডল জানায়, উক্ত অর্থ দিয়ে সে পাটি তৈরির কাজে ব্যবহার করে স্বাবলম্বী হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৯:৩৭ অপরাহ্ণ