১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

দলীয় সরকারের নিয়ন্ত্রণমুক্ত সেনা-পুলিশ-প্রশাসন চান ড. কামাল

নিজস্ব প্রতিবেদক:

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নির্বাচনের সময় সরকার ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহবান জানিয়েছেন। ইসি আয়োজিত রাজনৈতিক দলের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার গণফোরামের সঙ্গে বৈঠক হয়।

রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সংলাপে অংশ নিয়ে গণফোরামের পক্ষ থেকে ২২ দফা প্রস্তাব তুলে ধরা হয়। ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

সংলাপ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গণফোরামের পক্ষ থেকে গণপ্রতিনিধ্বি আদেশ (আরপিও) সংশোধন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্র বাহিনীকে অন্তুভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও নির্বাচনের সময় সরকার ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার বিষয়টিও নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণের ঐক্যের কথা উল্লেখ করে ড. কামাল বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হোক এটা নিয়ে কোন বিতর্ক নেই। তবে সুষ্ঠু হতে হলে নির্বাচন চলাকালীন প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনের সময় আইন-শৃঙ্খলাবাহিনী দলীয় সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। দলীয় সরকার বদলি, পদায়নসহ অনেকগুলো কাজ করবে না। গণফোরাম সুষ্ঠু নির্বাচন চায়, প্রার্থীরা নির্ভয়ে জনগণের কাছে গিয়ে ভোট চাইতে পারে সেই পরিবেশ চায়।

তিনি বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন হতে না দিলে জনগণ বঞ্চিত হয়। এতে ফলাফল এক তরফা হয়ে যায়। ওই নির্বাচনের মাধ্যমে যে সংসদ হয় সেটাও অকার্যকর হয়।

প্রশাসনের নিরপেক্ষ আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, এক দলের লোক আইনের উর্ধ্বে থাকবে আর প্রতিপক্ষ সব রকমের আইনি হয়রানির শিকার হবে-এটা আইনের শাসন নয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৯:২১ অপরাহ্ণ