২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৮

আনিসুল হক সেরে উঠছেন

নিজস্ব প্রতিবেদক:

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তাকে কৃত্রিমভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এটাও তার চিকিৎসার অংশ। আনিসুল হকের এক ঘনিষ্ঠ বন্ধু মানবজমিনকে জানান, মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ মারাত্মক। তাই ঘুম পাড়িয়ে এ চিকিৎসা দিতে হয়। এর কোনো বিকল্প নেই। গেল সপ্তাহে হাসপাতালে গিয়ে দেখলাম মেয়রের শরীরের বিভিন্ন অংশে মেডিকেল যন্ত্রাংশ এবং নাকে অক্সিজেন মাস্ক লাগানো। তিনি এপাশ-ওপাশ করতে পারেন। কিন্তু শরীরে চিকিৎসা সংশ্লিষ্ট নানান যন্ত্রাংশের সংযোগের কারণে দিক পরিবর্তন বা পাশ ফিরতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপনজন ছাড়া আনিসুল হকের সঙ্গে কেউ দেখা করতে পারছেন না। আনিসুলের ব্যবসায়ী বন্ধু জানান, যতটুকু জেনেছি তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক। তবে মাঝে মধ্যে ঘন ঘন শ্বাস নিতে দেখেছি। এর আগে গত ১৩ই আগস্ট মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহ নিয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন আনিসুল হক। এরপর থেকে তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। কেবলমাত্র তালিকাভুক্ত ঘনিষ্ঠজন ছাড়া আর কারো সেখানে যাওয়ার সুযোগ নেই। আনিসুল হকের পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে থাকাকালীনই তিনি প্রথমবার এ রোগে আক্রান্ত হন। কিন্তু তখন রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। এরপর পারিবারিক কাজে গত ২৮শে জুলাই লন্ডনে যাওয়ার পর আবারো অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহ ধরা পড়ে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, আনিসুল হক যে সমস্যায় ভুগছেন এর চিকিৎসা একটু দীর্ঘমেয়াদি। তার পুরো সুস্থ হতে আরো সময় লাগবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৬:১০ অপরাহ্ণ