১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। রাজ্যের কাকরালা সড়কে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, এইউভি’র (sport utility vehicle) গাড়িটি রাস্তার পাশে থাকা একটি গাছকে আঘাত করে। এসময় দুই শিশুসহ ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন। আহতদের অবস্থা মারাত্মক বলে জানিয়েছে পুলিশ। বুদৌনের এসএসপি চন্দ্র প্রকাশ জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটে বলে তারা ধারণা করছেন। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাদের পরিচয় হচ্ছে মেরাজ (৩৪), নাসরিন (২৪) এবং সনি (২)। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে পুলিশ। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৫:৫৮ অপরাহ্ণ