২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

গাইবান্ধায় একযোগে ১ লাখ তাল বীজ রোপন

নিজস্ব প্রতিবেদক:
বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ  থেকে মানুষকে রক্ষা করতে গাইবান্ধায় বুধবার সকালে একযোগে ১ লাখ তালের চারা-বীজ রোপন করা হয়েছে।
জেলা শহরের কুটিপাড়ায় শহর রক্ষা বাঁধের ধারে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল তাল বীজ রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
জানা যায়, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ  থেকে মানুষকে রক্ষা করতে মহাসড়ক, বাঁধ, রেল লাইন ও গ্রামীণ সড়কের ধারে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজের উন্মক্ত স্থানে একযোগে ১ লাখ তালের চারা-বীজ রোপন করা হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আ কা ম রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আলিয়া ফেরদৌস জাহান, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকি, সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর ইউনুস আলী শাহীন প্রমূখ।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৫:৫৬ অপরাহ্ণ