১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে মা সহ দুই শিশু সন্তান আটক

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে সদরে রোহিঙ্গা সন্দেহে মাসহ দুই শিশু সন্তানকে আটক করেছে পুলিশ। উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়। আটকরা হলো আয়েশা (৪০) ও তার দুই ছেলে আরাফাত (৮) ও আকাশ (৪)। তাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে। বুধবার দুপুরে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, মঙ্গলবার বিকেলে শহর বাইপাসের রাবনা এলাকায় স্থানীয় লোকজন দুই সন্তানসহ এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক কথা বলছে। তারা প্রকৃত রোহিঙ্গা কিনা তা যাচাইয়ের জন্য তাদেরকে গাড়ি ভাড়া করে কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৪:৫৩ অপরাহ্ণ