১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৮

পদ্মায় নিখোঁজ পুলিশের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ নৌ পুলিশ সদস্যের লাশ পাওয়া গেছে। বুধবার সকালে শিমুলিয়া ফেরি ঘাটের কাছে লাশটি ভেসে উঠে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান জানানা, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি কনস্টেবল জাহিদুল ইসলাম জাহিদের লাশ ভোরে শিমুলিয়া ফেরি ঘাট সংলগ্ন পদ্মায় ভেসে উঠে। ড্রেজারের পাইপের সাথে লাশটি বাধাগ্রস্ত হয়ে আটকা পড়ে ভাসতে থাকে। খবর পেয়ে পুলিশ সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করেছে। কোন প্রকার অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার স্ত্রী লাশ বুঝে নিয়েছেন। গত সোমবার বেলা পৌনে ১টার দিকে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির কনস্টেবল জাহিদুল ইসলাম জাহিদ মাওয়া পুরনো ফেরি ঘাট সংলগ্ন পদ্মায় প্রতিদিনের ন্যায় গোসল করতে যায়। এ সময় পদ্মার প্রবল স্রোতের টানে সে নদীতে চলে যায়। স্রোতের তীব্রতা এত বেশি ছিল যে সাঁতার জানলেও জাহিদ নিজেকে রক্ষা করতে পারেননি। তার সাথে গোসলে করতে আসা মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির অপর দুই সদস্য কনস্টেবল আজমির (বেতার) ও সুমন হোসেন জাহিদকে দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে গেলেও জাহিদ পলকেই পদ্মার পানিতে হারিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ছয় সদস্যের একটি দল দুপুর ২টা থেকেই খোঁজা-খুঁজি শুরু করে। অনেক খোঁজা-খুঁজি করেও জাহিদের সন্ধান মেলাতে পারেনি।
নিহত কনস্টেবল জাহিদ জুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। সে গত ৬ মাস আগে খুলনা মেট্রো পলিটন পুলিশ (কেএমপি) থেকে মাওয়া নৌ পুলিশে যোগ দেন। এর আগে ২০১১ সালের ২২ ডিসেম্বর সে পুলিশ বাহিনীতে যোগদান করে।
দৈনিকদেশজনতা/ আই সি 
প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৪:৪৯ অপরাহ্ণ