১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

মেঘনায় তৃতীয় সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই শুরু

বাঞ্ছারামপুর (প্রতিনিধি):
বাঞ্ছারামপুর-আড়াইহাজার-ভুলতা আঞ্চলিক মহাসড়কের ঢাকা-সিলেট নৌপথের মেঘনা নদীতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ও আড়াইহাজার উপজেলার বিষনন্দী এলাকায় তৃতীয় মেঘনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী ও মেঘনা তৃতীয় সেতুর প্রকল্প পরিচালক মো. তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. অহিদুজ্জামান, সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম, পরামর্শক দলের প্রধান বিআর কুন্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম ও পৌর মেয়র খলিলুর রহমান সভায় অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন, বাঞ্ছারামপুর-আড়াইহাজার-ভুলতা আঞ্চলিক মহাসড়কের বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ও আড়াইহাজার উপজেলার বিষনন্দী এলাকায় মেঘনা নদীতে মেঘনা তৃতীয় সেতু নির্মাণ করে আখাউড়া দিয়ে আগরতলার সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। ২০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাই করে ৯ মাসের মধ্যে একটি প্রতিবেদন সেতু বিভাগে দেবেন পরামর্শক কমিটি। পরে ঠিকাদার নিয়োগের মাধ্যমে সেতু নির্মাণ করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০১৭ ৪:৫৫ অপরাহ্ণ