১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

অবসরপ্রাপ্ত দুই অতিরিক্ত সচিবকে পিএসসিতে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

অবসরপ্রাপ্ত দুই অতিরিক্ত সচিবকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের পৃথক আদেশে বলা হয়, সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কাজী সালাহউদ্দিন আকবর এবং নূরজাহান বেগমকে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিএসসির সদস্য নিয়োগ দিয়েছেন।
এই দুইজনকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জন। সরকারের অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ সাদিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৮:২৬ অপরাহ্ণ