১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০২

২৩ অক্টোবর ঢাকা আসছেন সুষমা স্বরাজ

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু’দিনের সফরে আগামী ২৩ অক্টোবর ঢাকা আসছেন। তিনি বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে দুই দেশের সার্বিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়ে থাকে।
এদিকে নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সুষমা স্বরাজ। সংক্ষিপ্ত এই সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৮:০৩ অপরাহ্ণ