বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) পঞ্চম আসর শুরু হবে আগামী ৩ নভেম্বর। এ আসরে লড়বে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইটানস, রংপুর রাইডারস ও সিলেট সিক্সারস। এরইমধ্যে দল সাজিয়ে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
গতবারের মতো বিপিএলের এ আসরেও বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানিদের আধিক্য। সাতটি দলে মোট ১৭ জন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন।
পাকিস্তানি ক্রিকেটার হলেন- শহিদ আফ্রিদি, মোহাম্মদ আমির, সরফরাজ আহমেদ, হাসান আলি, শোয়েব মালিক, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ সামি, উসামা মির, রাজা আলি দার, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, রুম্মন রইস, জুনায়েদ খান, শাদাব খান, উসমান খান শেনওয়ারি, বাবর আজম এবং গুলাম মুদাসসর খান।
বিপিএলে এবার অভিষেক হচ্ছে নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এখানেই হবে উদ্বোধনী ম্যাচ।প্রথমবারের মতো তিনটি ভেন্যুতে বিপিএল ম্যাচ হতে যাচ্ছে। অপর দুই ভেন্যু ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

