১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

চুয়াডাঙ্গায় স্কুলের ছাদ থেকে পড়ে ছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলের ছাদ থেকে পড়ে এনামুল হক শিলন নামে ৮ম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক শিলন একই উপজেলার হোগলডাঙ্গা গ্রামের খোকন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে শিলন স্কুলের কার্নিস বেয়ে পাশের একটি গাছে ওঠার চেষ্টা করে। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পায়। আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৪:১২ অপরাহ্ণ