১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

বাংলাদেশকে হালকা ভাবে নিলেই সর্বনাশ: প্রোটিয়া কোচ

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের সর্বশেষ বাংলাদেশ সফরে ওটিস গিবসন ছিলেন ইংলিশদের বোলিং কোচ। বাংলাদেশের দাপট কাছ থেকে দেখেছেন। বাংলাদেশ সেবারই ইংল্যান্ডকে প্রথমবার টেস্টে হারায়। হোক দক্ষিণ আফ্রিকার কন্ডিশন। উন্নতির ধারায় থাকা বাংলাদেশ কি করতে পারে ঠিকই জানেন গিবসন। এবার তিনি দক্ষিণ আফ্রিকার হেড কোচ। বাংলাদেশকে হালকা ভাবে না নিতে সিরিজের আগে তাই তিনি  শিষ্যদের হুশিয়ার করলেন। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিয়েছেন গিবসন। চিকিৎসকের কাছ থেকে সেরা পেসারদের চোটের ফিরিস্তি শুনেছেন প্রথম দিনেই। সব মিলিয়ে একটু খামতি হলেই উঠতি ক্রিকেট শক্তি বাংলাদেশের কাছে পা হড়কাতে হতে পারে।

মুশফিকুর রহীমদের বিপক্ষে তাই হুশিয়ার গিবসন, ‘বাংলাদেশকে হালকা ভাবে নেওয়ার কোন সুযোগ নেই। তারা বিপজ্জনক দল। আমরা দেখেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা কেমন খেলেছে। গত বছর ইংল্যান্ড দলের সঙ্গে আমি ছিলাম। তারা একটা টেস্ট জিতেছিল।’ বড়দের বিপক্ষে বাংলাদেশের হারানোর কিছু নেই। খেলতে পারে বুক চিতিয়ে। জানেন গিবসন, ‘ওরা খুব আত্মবিশ্বাসী আন্তর্জাতিক দল। হালকা মেজাজ নিয়ে তাদেরকে স্বস্তির জায়গা দিতে চাই না।’

গিবনসনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ার ততোটা উজ্জ্বল নয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ২ টেস্ট আর ১৫ ওয়ানডে। তবে তার সময়ে সতীর্থ হিসেবে পেয়েছিলেন লিজেন্ড কোর্টলি ওয়ালশকে। সেই ওয়ালশ এখন বাংলাদেশের পেস বোলিং কোচ। সতীর্থের কথা মনে করলেন গিবসন,  ‘ওয়ালশের মতো বোলার তাদের কোচিং স্টাফে আছে। ওদের হেড কোচও দারুণ কাজ করছে। এটা তাদের খেলায় শক্ত মেজাজ নিয়ে এসেছে।’

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর, পচেফস্ট্রমে। দুদল ৬ অক্টোবর ব্লুমফন্টেইনে । টেস্টের পর ১৫ অক্টোবর থেকে তিন ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ২৬ ও ২৯ অক্টোবর দুটি টি-টুয়েন্টি দিয়ে শেষ হবে সিরিজ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৪:২০ অপরাহ্ণ