১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

মুসা বিন শমসেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার দুপুরে অধিদফতরের সহকারী পরিচালক শাহীদুজ্জামান সরকার স্বাক্ষরিত এক পরিপত্রে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেই লক্ষে পরে পরিপত্রটি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মুসা বিন শমসেরের বিরুদ্ধে বৈধ সম্পদ অর্জন ও বৈধ কাগজপত্র ছাড়া বিলাসবহুল গাড়ি ক্রয়সহ একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এই তদন্তের স্বার্থে মুস বিন শমসেরকে দেশে থাকা প্রয়োজন। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেই জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৪:০৯ অপরাহ্ণ