নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ার শ্রীপুর-গণকবাড়ি এলাকায় পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-র ‘মার্ক্স এন্ড স্টার্ট’ প্রশিক্ষণ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশি বংশোদ্ভতি ব্রিটিশ লেবার দলীয় সাংসদ রুশনারা আলী।
মঙ্গলবার সকালে তিনি সিআরপিতে আসলে তাকে স্বাগত জানান সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।
এ সময় রুশনারা আলী বলেন, সিআরপি একটি সেবামূলক সংস্থা। তাই ব্রিটিশ সরকার সব সময় সিআরপির পাশে থাকবে। এছাড়া তিনি সাভারের ধসে পড়া রানা প্লাজা নিয়ে বলেন, ‘‘ধসে পড়ার পরে রানা প্লাজার বেঁচে যাওয়া এক শ্রমিকের সাথে আমি কথা বলেছি, এবং আমি মনে করি এটা কোন দুর্ঘটনা ছিল না। এটিকে প্রতিরোধ করা সম্ভব ছিল।’’ এছাড়া বর্তমান সরকার শ্রমিকদের জন্য এবং কারখানার পরিবেশ উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বলেন, ‘‘আমি ইতিপূর্বে সিআরপি পরিদর্শন করেছি এবং আমি তাদের কার্যক্রম দেখে অনেক খুশি। আমাদের যুক্তরাজ্যের সংস্থা ডিফিট থেকে সিআরপিকে সহয়তা করা হচ্ছে।’’
দৈনিক দেশজনতা /এমএইচ