১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

মিয়ানমার সহযোগিতা করছে না: জাতিসংঘ পর্যবেক্ষক

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের অভিযোগ খতিয়ে দেখতে চাইলেও তা পারছেন না দেশটিতে নিযুক্ত জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান মার্জুকি দারুসমান। মঙ্গলবার তিনি এই অভিযোগ করে বলেন, এখনও তিনি রাখাইনে প্রবেশের জন্য সু চি সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছেন। জাতিসংঘ মানবাধিকার কমিশনকে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত রাখাইনের যে সব এলাকায় রোহিঙ্গাদের বসবাস ছিল সেসব জায়গার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত নন। কেননা, সেখানকার বাস্তব পরিস্থিতি জানার বিষয়ে সু চি সরকার কোনো ধরনের সহযোগিতা করছে না।

মার্জুকি জানান, দুর্গত এলাকায় পরবর্তী পদক্ষেপের বিষয়েও জাতিসংঘের পক্ষ থেকে তিনি কোনো ধরনের উদ্যোগ নিতে পারছেন না। কেননা, মিয়ানমার সরকারের তরফ থেকে চূড়ান্ত সংকেত না পাওয়া পর্যন্ত তার প্রতিনিধি দল রাখাইনে প্রবেশে সক্ষম নয়। তবে সমস্যার সমাধান হবে বলে এখনও আশা নিয়ে রয়েছেন।

এদিকে মিয়ানমার সরকার জাতিসংঘ পর্যবেক্ষক দলকে সহযোগিতা না করলেও মঙ্গলবার সুচি বলেছেন, পর্যবেক্ষক সংস্থাগুলো রাখাইনে প্রবেশ করতে চাইলে তার সরকারের কোনো আপত্তি নেই। নি পে তাও’এ দেয়া ভাষণে তিনি বলেন. মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশই এলাকা ত্যাগ করেনি। যদিও বেশ কিছু মুসলিম গ্রামবাসী বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে বলে তার কাছে খবর রয়েছে। সু চি দাবি করেন, কেন এমন হচ্ছে তা তার সরকার খতিয়ে দেখছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৩:৩৬ অপরাহ্ণ