২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৪১

পদ্মায় নিখোঁজ কনস্টেবল ২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পুরাতন ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজ নৌ-পুলিশ কনস্টেবল ২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হন মো. জাহিদ হাসান(২৮)। মঙ্গলবার সকাল থেকেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ডুবুরিদল, স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শরোজিৎ কুমার ঘোষ বলেন, নিখোঁজ কনস্টেবল জাহিদের খোঁজে আমরা স্পিডবোট ও ট্রলারে অভিযান চালিয়ে যাচ্ছি। গতকাল নৌ-পুলিশ ডিআইজি এবং মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৩:২২ অপরাহ্ণ