১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৩

মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নারীর নাম আম্বিয়া খাতুন। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। আহতদের মধ্যে রাকিব নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ইয়ামিন-উদ-দৌলা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরী মুন্নু অ্যাটোয়ারের সামনে মাগুরাগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী এইচ আর পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় আহত হয় উভয়বাসের অন্তত ৩১ যাত্রী। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত আম্বিয়া খাতুন চিকিৎসাধীন অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে মারা যায়।

দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ