১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২০

মেডিকেলে আসন সংখ্যার বিপরীতে আবেদন ২৫ গুণ বেশি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আবেদনকারীর চূড়ান্ত সংখ্যা ৮২ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে। এ হিসেবে ৩১টি সরকারি মেডিকেল কলেজে নির্ধারিত ৩ হাজার ৩১৮ আসন সংখ্যার বিপরীতে প্রায় ২৫ গুণ বেশি আবেদন জমা পড়েছে। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে সর্বোচ্চ সংখ্যক ৯ হাজার ৯৯৯টি আবেদন জমা পড়েছে। অপরদিকে কিশোরগঞ্জ সরকারি মেডিকেল কলেজে সর্বনিম্ন ৮১৯টি আবেদন জমা পড়েছে। স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ বছরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে ৮২ হাজার ৮৫৪ জন আবেদন করেছেন।

গত ২৪ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে এমবিবিএস কোর্সে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর রাত ১২টায় শেষ হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, আবেদনগ্রহণের প্রথম দিনই রাজধানীর সব সরকারি মেডিকেল কলেজে (ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ ও ঢাকা ডেন্টাল কলেজ) নির্ধারিত আবেদন গ্রহণের সর্বোচ্চ সংখ্যা পূরণ হয়ে যায়। পরবর্তীতে ঢাকার বাইরের কলেজগুলোতে আবেদন গ্রহণ শুরু হয়।

সূত্র জানায়, ২০টি পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের মধ্যে ঢামেকে ৯ হাজার ৯৯৯, সলিমুল্লাহ মেডিকেলে ৭ হাজার, শহীদ সোহরাওয়ার্দীতে ৭ হাজার, ময়মনসিংহে ৭ হাজার, চট্টগ্রামে ৬ হাজার ৭৬, রাজশাহীতে ৬ হাজার ১৪৪, সিলেটে ২ হাজার ৮১৮, বরিশালে ১ হাজার ৭৬০, রংপুরে ৪ হাজার ৮১১, কুমিল্লায় ৪ হাজার ৬৫, খুলনায় ৩ হাজার ৫শ, বগুড়ায় ৩ হাজার ৬৩৩, ফরিদপুরে ১ হাজার ৫২৭, দিনাজপুরে ১ হাজার ৩৩৭, পাবনায় ১ হাজার ৪৯৯, কিশোরগঞ্জে ৮১৯, গোপালগঞ্জে ৮৬৮, গাজীপুরে ২ হাজার, মুগদায় ৫ হাজার ও ঢাকা ডেন্টাল কলেজে ৬ হাজার আবেদন জমা পড়ে।

স্বাস্থ্য অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীসহ সারাদেশে আগামী ৬ অক্টোবর (শুক্রবার) এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এ সময়ের মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে।

এক ঘণ্টার এ পরীক্ষায় জীববিদ্যা-৩০, রসায়ন-২৫, পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬ এবং আন্তর্জাতিক বিষয়ে ৪ নম্বর থাকবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ডা. মো. আবদুর রশীদ বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় গত ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম তদারকি করতে বিভিন্ন শ্রেণি ও পেশার বিশেষজ্ঞদের সমন্বয়ে ওভারসাইট কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম সারোয়ার, নাইমুল ইসলাম খান, শিক্ষা বিশেষজ্ঞ ড. মুহম্মদ জাফর ইকবাল, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বিএমএ’র বর্তমান ও সাবেক সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও অধ্যাপক ডা. মাহমুদ হাসান প্রমুখ রয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১১:৪২ পূর্বাহ্ণ