১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

কাতারে সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী

দৈনিক দেশজনতা ডেস্ক:

কর্মব্যস্ততার ফাঁকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কাতার প্রবাসী সাংবাদিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী।  কাতারের রাজধানী দোহা নাজমা দাওয়াত রেস্টুরেন্টে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য শিহাব শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মামুন, উপদেষ্টা মানিক হোসেন, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সিনিয়র সদস্য শামসুল ইসলাম সাকেল, সিনিয়র সদস্য বাবুল গাজী, সদস্য মো. মানিক, সদস্য মো. সবুজ, নুরুল আফছার, আল আমিন হোসেন, মোস্তফা কামাল, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন, মাসুদ রানা প্রমুখ।

এছাড়া কাতারস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। কাতার ও মধ্যপ্রাচ্য প্রবাসী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রবাসী সাংবাদিকদের লেখালেখির মধ্যমে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান বক্তারা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ