আন্তর্জাতিক ডেস্ক:
ধর্ষক ‘বাবা’র সাজা ঘোষণার পর থেকেই গা-ঢাকা দিয়েছেন তার ‘দত্তক কন্যা’ হানিপ্রীত ইনসান। তার খোঁজে চিরুনি অভিযান চালাচ্ছে ভারতের হরিয়ানা পুলিশ। এবার গা ঢাকা দিলেন ডেরা সচ্চা সৌদার পরিচালনা কমিটির চেয়ারপার্সন বিপাসনা ইনসানও। শুক্রবার বিকেল থেকে বিপাসনার মোবাইল ফোন বন্ধ। তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। ডেরায় গুরমিত রাম রহিম সিং ও হানিপ্রীতের পর বিপাসনাই ছিলেন সব থেকে ক্ষমতাশালী। মনে করা হচ্ছে, গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিয়েছেন বিপাসনা। হানিপ্রীত ও বিপাসনা বাদে রাম রহিমের আর এক ঘনিষ্ঠ আদিত্য ইনসানকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। ইন্ডিয়া টুডে-কে নাম প্রকাশে অনিচ্ছুক ডেরার এক সদস্য জানিয়েছেন, গত শুক্রবার শেষবার বিপাসনাকে সিরসার সদর দফতরে দেখা গিয়েছিল। তারপর থেকে ফোনও বন্ধ বিপাসনার।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, পুলিশের অনুমান, রাজস্থানের গঙ্গানগরে গুরসার মোদিয়ার দিকে কোথাও গা ঢাকা দিয়েছেন বিপাসনা। ওই গঙ্গানগরেই রাম রহিমের আদি বাড়ি। আদিত্য ও হানিপ্রীতের নিখোঁজ হওয়ার পর থেকেই বিপাসনাকে নজরে রেখেছিল পুলিশ। তাদের ধারণা, রাম রহিমের বেআইনি কাজের অনেক হদিস পাওয়া সম্ভব বিপাসনার কাছ থেকেই।
দৈনিকদেশজনতা/ আই সি