১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারের নিন্দায় এঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক ডেস্ক:

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমারের সহিংসতার নিন্দা জানিয়েছেন হলিউড অভিনেত্রী এঞ্জেলিনা জোলি। সেইসাথে তিনি দেশটির সরকার ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সুচির নিরবতা নিয়ে সমালোচনা করেছেন। রবিরবার জোলি উইকলি ওয়াল্ট আম সনটাগ পত্রিকাকে বলেন, ‘ এটা স্পষ্ট যে (মিয়ানমারের) সেনাবাহিনীকে এ নির্যাতন বন্ধ করতে হবে সেইসাথে শরণার্থীদের সে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিতে হবে এবং রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।‘

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, সহিংসতা বন্ধে অং সান সু চি মানবাধিকারের পক্ষে কথা বলবেন।‘ ইতিমধ্যে সহিংসতা বন্ধ করতে না পারায় দেশটির প্রধান নেত্রী অং সান সু চি তীব্র সমালোচনার মুখে পড়েন। কয়েক দশক ধরে সেদেশের সেনাবাহিনী ও সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠীর দ্বারা নিপীড়িত হচ্ছে রোহিঙ্গারা। তারা রোহিঙ্গা জাতিকে সে দেশের নাগরিক বলে অস্বীকার করে আসছে। ইতিমধ্যে নতুন করে সহিংসতায় গত তিন সপ্তাহে আরও ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে। সূত্র:  দ্যা ওয়াশিংটন পোস্ট

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ