খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। দূরপাল্লার ও জেলা সদরে কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। দোকান-পাটও বন্ধ রয়েছে। সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ হরতালের ডাক দেয়।
এ ছাড়া মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিকে গুইমারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রবিউলকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ হরতাল পালন করছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সকালে বায়তুশ শরফ এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে। গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার গুইমারা উপজেলার তৈকর্মা লিচু বাগান এলাকা থেকে রবিউলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
খাগড়াছড়ির সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে এখন পর্যন্ত জেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
দৈনিকদেশজনতা/ আই সি