১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হস্তক্ষেপ সহ্য করবে না ইরান: খোমেনি

আন্তর্জাতিক ডেস্ক:

তেহরানের পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ সহ্য করবে না ইরান এবং মার্কিন অন্যায় পদক্ষেপের কঠোর জবাব দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ২০১৫ সালের পারমাণবিক কর্মসূচি পরিহারের চুক্তি লংঘন করছে বলে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন ডোনাল্ট ট্রাম্প মন্তব্য করলে গতকাল এ প্রতিক্রিয়া জানান খোমেনি। রাষ্ট্রীয় টেলিভিশন খামেনিকে উদ্ধৃত করে বলেছে যে, পার কর্মসূচি নিয়ে আধিপত্য গোষ্ঠীর যে কোন অন্যায় পদক্ষেপ ইরান দৃঢ়ভাবে মোকাবেলা করবে। পারমাণবিক কর্মসূচিতে ওয়াশিংটন বৃহস্পতিবার দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরও ৬০ দিন বৃদ্ধি করে তবে চুক্তি মেনে চলার ওপর এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জেনে রাখা উচিত ইসলামী প্রজাতন্ত্র কখনো এ কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না।  সূত্র: রয়টার্স

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১১:০৭ পূর্বাহ্ণ