আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান ভাইস-প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী। আগামী অক্টোবর মাসে দলীয় নির্বাচনে তিনি দলটির সর্বোচ্চ পদে আসীন হতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলীয় সূত্রের বরাত দিয়ে রোববার ভারতীয় গণমাধ্যমগুলোতে এ কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ছেলে যাতে পার্টির শীর্ষ নেতৃত্বে আসতে পারে সেজন্য দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন সোনিয়া গান্ধী। তাছাড়া বিগত কিছু দিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না সোনিয়ার।
গত মঙ্গলবার দলটির নির্বাচনী শিডিউল প্রকাশ করা হয়েছে। শিডিউল অনুযায়ী আগামী ১৫ অক্টোবরের মধ্যে কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তবে শিডিউল প্রকাশের আগে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়মানুযায়ী দলীয় প্রধান সোনিয়ার মেয়াদ শেষ হয় ২০১৫ সালে। কিন্তু সে সময় কংগ্রেস দলীয় নির্বাচন স্থগিত করে। সাবেক প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধী ১৯৯৮ সালে দলীয় প্রধান নির্বাচিত হন। দলটির ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময় দলীয় প্রধান আছেন। আর রাহুল গান্ধী দলের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১৩ সালে।
সূত্র বলছে, সোনিয়ার পরিবর্তে তার ছেলে রাহুল দলীয় প্রধানের দায়িত্ব নিক এমন দাবি দলের ভেতর থেকেই উঠেছে। তবে কেউ কেউ আবার তার সমালোচনাও করছেন। কারণ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে, যখন রাহুল দলের প্রধান ক্যাম্পেইনার ছিলেন।
দলীয় সূত্র বলছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই রাহুলকে দলীয় প্রধানের দায়িত্বে আনা হতে পারে। তাছাড়া কিছু দিন পরই হিমাচল ও গুজরাট প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি