১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

রাজধানীতে ভুয়া ৪ পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ভুয়া ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির সাইবার সিকিউরিটি বিভাগ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভুয়া ৪ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিভিন্ন ধরনের দ্রব্য, পুলিশের এসপি, ওসি, এসবির সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়। রোববার বেলা সাড়ে ১১ টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ