২৩শে জানুয়ারি, ২০২৫ ইং | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

টাইটেল গানের রেকর্ডিং দিয়ে রবিনের সিনেমা শুরু

বিনোদন ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল ছবি নির্মাণ করতে যাচ্ছেন রবিন খান। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কাজ শুরু হলো ছবিটির। ছবির নাম ‘মন দেব মন নেব’। শনিবার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত ঈশান মাল্টিমিডিয়ায় ছবির টাইটেল গান রেকর্ডিং এর মাধ্যমে ছবির কাজ শুরু করেছেন নির্মাতা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কেক কেটে শুভ মহরত ঘোষণা করেন। এরপর কবির বকুলের কথায় টাইটেল গানে কণ্ঠ দেন সিঁথি সাহা। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ‘আমি মন দেব মন নেব মনেরই দামে’ শিরোনামের এ গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে প্রায় দুই বছর পর প্লেব্যাক করলেন সিঁথি সাহা। এ বিষয়ে সিঁথি বলেন, ‘রবিন ভাইয়ের ছবিতে গান গেয়ে খুব ভালো লাগল। আশা করি ছবিটিও ভালো হবে।’ পরিচালক রবিন খান বলেন, ‘আজ গান রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির কাজ শুরু করলাম। সবার শুভ কামনা চাই।’

এদিকে নায়ক নায়িকা কে হবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘সিনেমার পাত্র-পাত্রী এখনো চূড়ান্ত করিনি। এক্ষেত্রে চমক দেয়ার চেষ্টা করব।’ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘রবিন আমার প্রিয় মানুষ। রবিন খানের ছবির গানের শুভ মহরতে এসে আমি অনেক আনন্দিত। তরুণ নির্মাতার তরুণ ছবি। এ ধরনের একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। আমি ছবিটির সাফল্য কামনা করছি। আশা করছি রবিন অনেক ভালো মানের একটি ছবি বানাবে।’ চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক মালেক আফসারি, গীতিকার কবির বকুল, শওকত আলী ইমন, মাহফুজুর রহমান, সাংবাদিক ও নাট্যকার রেজানুর রহমান, সহ আরও অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। কাহিনি ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ২৫ সেপ্টেম্বর থেকে রংপুরে এ ছবির শুটিং শুরু হবে। ছবির চিত্রধারণ করবেন মাহফুজুর রহমান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১১:০৬ পূর্বাহ্ণ