১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

পীরগাছায় সরকারী ঔষধ চুরির অভিযোগে গ্রেফতার-৩

মো: গোলাম আযম সরকার (রংপুর):

রংপুরের পীরগাছায় নতুন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান করতে না করতেই পীরগাছা থানা পুলিশ সরকারি ঔষধ চুরি করিয়া বিক্রি করার অভিযোগে ছাওলা ইউনিয়নের উপ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কেন্দ্রের সহকারি মেডিকেল অফিসার ডা: নাহিদা সুলতানা আখি সহ ৩ জনকে গ্রেফতার করে শনিবার জেল হাজতে প্রেরন করেছেন।
এলাকাবাসি ও পীরগাছা থানা সুত্রে জানাগেছে, উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাজান মিয়া প্রায় ২ বছর ধরে ছাওলা ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শিকা শ্রীমতি ঊষা রানী, অফিস সহকারী আহমেদ আলী, সহকারি মেডিকেল অফিসার ডা: নাহিদা সুলতানা আখি ও ফিল্ড অফিসার একরামুল হক কে দিয়ে দীর্ঘদিন ধরে প্রাপ্ত মাসিক বরাদ্দকৃত ঔষধ চুরি করে বিক্রয় করে আসছে।
ঘটনার দিন গত বৃহস্পতিবার গভীর রাতে পীরগাছা থানার ওসি (তদন্ত) জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গভীর রাতে উপজেলার জুয়ানের চর গ্রামে আকবর আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ৩৬ প্রকার ঔষধ উদ্ধার করে।

আকবর আলীর স্বীকারোক্তি অনুযায়ী সহকারি মেডিকেল অফিসার ডা: নাহিদা সুলতানা আখি, একরামুল হক ও আকবর আলীকে গ্রেফতার করে শনিবার জেল হাজতে প্রেরণ করেন।
আরোও জানাগেছে ওই কর্মকর্তা ও কর্মচারীসহ পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের নৈশ্য প্রহরী জামাল মিয়া জড়িত থেকে চোরাকারবার করে আসছে। তার বিরুদ্ধে সরকারি ঔষধ ক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ উঠছে।এ ব্যাপারে পীরগাছা থানার এসআই জিয়াউল হক (জিয়া) বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭১৭/১৭, তারিখ- ১৫/০৯/২০১৭খ্রিঃ, ফৌঃ কাঃ বিঃ ধারা ৪২০,৪০৯,৩৭৯/৩৪।
একটি সূত্র বলছে , জনপ্রতিনিধি ও কর্মকর্তা নিয়ে একটি উপজেলা স্বাস্থ্য কমিটি থাকলেও কার্যত অসচল হয়ে পড়ে থাকায় আজ পর্যন্ত কোন সমন্বয় সভা হয়নি। এর ফলে সকল কর্মকর্তা কর্মচারি হযবরল ভাবে তাদের কার্য়ক্রাম চালাচ্ছেন।
এদিকে স্থানীয় জনগনের দাবি ৯ টি ইউনিয়নের সকল উপ-স্বাস্থ্য কেন্দ্রের একই অবস্থা সাধারন কোন রোগি ঔষধের প্রয়োজনে গেলে কোন ঔষধ নেই বলে দেন । এর ফলে সরকারের সুফল সাধারন মানুষ পাচ্ছেন না।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৯:৩৪ অপরাহ্ণ