১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

ভুয়া তথ্যে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বাড়ীতে তল্লাশী

নিজস্ব প্রতিবেদক:

ভুয়া তথ্যের ভিত্তিতে বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসভবনে তল্লশী চালিয়েছে কদমতলী থানা পুলিশ। এই বাসভবনে মহিলা দলের থানা পর্যায়ের বৈঠক হচ্ছে এমন সংবাদ পেয়ে শনিবার সকাল থেকে দিনব্যাপী বাড়ীটি ঘিরে রাখে পুলিশ। পরে কোন ধরনের বৈঠকের আলমত না পেয়ে বাড়ীটি তল্লশী করে সন্ধ্যায় পুলিশ চলে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল থেকে সালাহউদ্দিন আহমেদের বাসভবনের সামনে পুলিশ অবস্থান নেয়। এসময় সালাহউদ্দিন এবং তার ছেলে ঢাকা মহানগর দক্ষিনের বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন বাড়ীতে ছিলেন না। বাসভবন অবরুদ্ধের খবর পেয়ে দুপুরে সালাহউদ্দিন আহমেদ বাসভবনে আসলে পুলিশ তার উপস্থিতিতেই বাড়ীতে তল্লশী চালায়। এরপর কোন বৈঠকের আলামত না পেয়ে পুলিশ বাড়ী থেকে বের হলেও বাইরে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে বাড়ীটি ঘিরে রাখে।
এবিষয়ে তানভীর আহমেদ রবিন জানান, বিএনপি কোন নিষিদ্ধ সংগঠন নয়। এই দলের কোন বৈঠক নেতার বাড়ীতে হতেই পারে। কিন্তু কোন বৈঠক না হওয়া সত্ত্বেও তল্লাশী চালিয়ে এভাবে হয়রানি করার কোন মানে হয়না।
পুলিশের সালাহউদ্দিনের বাড়ীতে যাওয়ার বিষয়টি স্বীকার করে কদমতলী ডিউটি অফিসার এস আই মফিজুর রহমান বলেন, বাড়ীতে গেলেও কাউকে কোন ধরনের হয়রনি করা হয়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৯:১৪ অপরাহ্ণ