২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩১

মাদ্রাসার নামকরণ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩২

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে মাদ্রাসার নামকরণ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের ৩৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে এবং অন্যদের জগন্নাপুর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ৩২ জনই গুলিবিদ্ধ হয়েছেন বলে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ পরিবর্তন ডটকমকে জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা মাদ্রাসার নামকরণ নিয়ে গ্রামের ছফির উদ্দিন মিয়া ও একই গ্রামের আবদুল মালিকের গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল।

শনিবার দুপুর দেড়টার দিকে এনিয়ে মাদ্রাসায় উভয়পক্ষের লোকজনের মধ্যে বৈঠক চলছিল। বৈঠকে হঠাৎ ছফির উদ্দিনের পক্ষের জাবেদ আবদুল মালিকের পক্ষের ফয়সলকে চড় মারলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ৩২ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ