১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

নওগাঁয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছে ছাত্রদল

নওগাঁ প্রতিনিধি:

“স্থাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই“ এই শ্লোগানকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের ১০তম কারামুক্তি উপলক্ষে নওগাঁ শহরের বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষ রোপন করেছে নওগাঁ জেলা ছাত্রদল।
শনিবার সকাল ১১টায় জেলা স্কুল মাঠে শহর ছাত্রদলের আয়োজনে এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন শহর ছাত্রদলের আহবায়ক রাশিকুজ্জামান উজ্জল।
এ সময় ৫০টি বিদ্যালয়ে মোট ৩ হাজার টি বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কবির আলম লিটন, সঞ্জয় কুমার দাস, সামিনুর রহমান, এস এম আব্দুল বারী হাসিবুল, রুমি, রাজিব দাস, সোহানসহ ছাত্রদলের সকল সদস্যারা।
পরে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

 

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৫:৫৬ অপরাহ্ণ