১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

নীলফামারীতে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির ছিন্ন-ভিন্ন লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে চিলাহাটি-ডোমার রেললাইনের কাজিরহাট ধওলার ঘুন্টি নামক স্থান হতে তার লাশ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। তার পড়নে ছিল চেক প্যান্ট ও ছাই রঙের শার্ট। এ রির্পোট লেখা পর্যন্ত (বিকাল ৪ টা) তার পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ধারণা করে জানান, ভোর রাতে খুলনা মেইল ট্রেন ডোমার হতে চিলাহাটি যাওয়ার পথে ওই বৃদ্ধ কাঁটা যায়। কেউ কেউ বলছে দুস্কৃতিকারীরা তাকে মেরে রেললাইনে ফেলে রেখে গেছে। তবে তার পরিচয় কেউ বলতে পারছে না।

সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মোস্তফা কামাল লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত করে পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৬:০০ অপরাহ্ণ