১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

বাঞ্ছারামপুরে অসহায় মুসলিম রোহিঙ্গাদের জন্য ত্রান সংগ্রহ করা হচ্ছে

আশিকুর রহমান,  বাঞ্ছারামপুর (প্রতিনিধি):

ব্রাক্ষনবাড়ীয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার ও পাশের  হোমনা উপজেলার দুলালপুর- পাথালিয় কান্দিতে ক্যাম্পেইন করে মিয়ানমার রাখাইন রাজ্য থেকে আগত অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহ করা হয়েছে ।বাঞ্ছারামপুরের বুধাইর কান্দি  পাথালিয়া কান্দি খাতুনে মা ফাতেমাতুয যাহরা(রঃ) হাফেজিয়া মহিলা মাদ্রাসা উদ্যেগে গত ২দিন যাবত দুলালপুর- পাথালিয়াকান্দি,বাঞ্ছারামপুর,ছয়ানি,আইয়ূবপুর,এর বিভিন্ন সরকারি স্কুলে কেম্পইন করা সহ এর আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষজন এ ত্রাণ সংগ্রহে অংশ গ্রহন করেন। এলাকার মানুষজন তাদের সাধ্যমত বিভিন্ন নতুন-পুরাতন কাপড় ও খাদ্য সামগ্রী দান করেন।এছাড়াও দুলালপুর বাজার ব্রীজ এর মাথায় ক্যাম্পেইন করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহ করা হয়। বাংলাদেশ সময়ের প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখা যায়, দুলালপুর বাজার জামে মসজিদে অসংখ্য নতুন- পুরাতন কাপড় জমা রয়েছে। এছাড়াও অসহায়দের জন্য শুকনা খাদ্য সামগ্রী, চাউল, তৈল,আটা, চিনি,মুড়ি,চিড়া,গুড়,পানি, বিস্কিট ইত্যাদি জমা কর হয়। ত্রাণ সহায়তা কমিটি জানান, এই খাদ্য বস্ত্র গুলো অসহায় রোহিঙ্গাদের জন্য পাঠানো হবে। এজন্য চলছে প্যাকেটিং এর কাজ । এ বিষয়ে আরো জানান, অসহায় রোহিঙ্গাদের দেখতে আগামীকাল শুক্রবার বিকাল তিন টার সময় দুলালপুর ব্রীজ থেকে দুটি বাস ছেড়ে যাবে।এখনো যারা দিবেন ভাবতেছেন যা পারেন তাই দিয়ে সাহায্য করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৫:৪৮ অপরাহ্ণ