১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

সু চি এখন অশান্তির নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের পৈশাচিকতার তীব্র ঘৃণা প্রকাশ করেছে যশোর জেলা ইমাম পরিষদ। শনিবার দুপুর ১২টার দিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চত্বরে জমায়েত হন ইমাম পরিষদের নেতাকর্মী। পরে বিক্ষোভ সমাবেশে সংগঠনের  নেতারা বক্তৃতা করেন।

বক্তারা বলেন, সারাবিশ্বে মুসলিমদের কোণঠাসা করতে নির্যাতন-নিপীড়ন চলছে। সব নির্যাতন-নিপীড়ন ছাড়িয়ে গেছে মিয়ানমার সরকার ও  সেখানকার উগ্র বৌদ্ধদের। গণহারে হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। সম্ভ্রম হারাচ্ছেন হাজার হাজার নারী। প্রকাশ্যে গলাকাটা হচ্ছে শিশুদের। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হচ্ছে। এ অবস্থা সভ্য সমাজে একেবারেই বেমানান। সেখানকার নেত্রী অং সান সু চি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তিনি এখন শান্তির নেত্রী নন, অশান্তির নেত্রী। অবিলম্বে তার শান্তি পুরস্কার  কেড়ে নেয়ার দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তারা নির্যাতিতদের আশ্রয় দেয়ায় সরকারকে সাধুবাদ জানান। একইসঙ্গে তাদের অধিকার আদায়সহ নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সংগঠনের সভাপতি আনোয়ারুল করীম যশোরী সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন-  জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মো. ইয়াহিয়া, মাওলানা নাসিরুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মুফতি শামসুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাইম, মুফতি হাফিজুর রহমান প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ